কক্সবাজার: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি কটেজ থেকে আব্দুল আলিম (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৫টার দিকে হোটেল-মোটেল জোনের একটি কটেজের ২০৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, বিকেলের দিকে নিহত যুবকের পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যেখানে বলা হয়—আব্দুল আলিমকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। কিছু ঘণ্টা পরই তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। কটেজটির ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত অপহরণ ও হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।