গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মাত্র এক মাসের মাথায় মোছা. জরিনা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় স্বামীর বসতবাড়ি থেকে।
মৃত জরিনা বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারপাড়া গ্রামের মুন্নাফ মিয়ার স্ত্রী। তিনি কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের নুরনবী মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিনার সঙ্গে মুন্নাফের বিয়ে হয় পারিবারিকভাবে মাত্র এক মাস আগে। কিন্তু বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল। প্রতিবেশীরা জানান, বিয়ের আগ থেকেই জরিনার সঙ্গে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল, যা নিয়ে স্বামী মুন্নাফের মধ্যে ছিল প্রবল সন্দেহ ও ক্ষোভ। অভিযোগ রয়েছে, মুন্নাফ মাদকাসক্ত এবং পারিবারিক কলহের বিষয়েও রয়েছে একাধিক অভিযোগ।
এমন পারিবারিক অশান্তির মাঝেই নববধূর মৃত্যু আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এ বিষয়ে পুলিশ জানায়, তদন্তের স্বার্থে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।