দিনাজপুরের হাকিমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রওজাতুন জান্নাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের মুহাড়াপাড়া এলাকায় সম্মুখসমর স্মৃতিস্তম্ভের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওজাতুন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ওমর ফারুক ও স্বপ্না বেগমের মেয়ে এবং নেঙ্গাপীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বাবার বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিবেশী এক দাদার ব্যাটারিচালিত ভ্যানে করে ফেরার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রওজাতুন ছিটকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দিলে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে। আটক ট্রাকচালক বিকাশ পাহান (৩৮) নওগাঁর মহাদেবপুর উপজেলার পিরা গ্রামের বিষ্ণুপদ পাহানের ছেলে এবং সহকারী সঞ্চয় কুমার (২৫) নিয়ামতপুর উপজেলার বড়াইল গ্রামের শিরীষ কুমারের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিশু রওজাতুনের মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে।