চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনের ওপর বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তিনজনই জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে রেললাইনের পাশে পাঁচজন বন্ধু বসে গল্প করছিলেন। হঠাৎ ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার সময় না পেয়ে তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি দুই বন্ধু অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া বলেন, “আমরা খবর পেয়েই একটি টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি, ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।”
স্থানীয়রা জানান, রেললাইনের পাশে এলাকাবাসীর অবাধ চলাফেরা ও অসচেতনতা প্রায় সময়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য এলাকাবাসী দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপের দাবি জানান।
নিহত তিন কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সোনাপাহাড় এলাকার বাতাস।