বাংলাদেশ ক্রিকেট দল বড় এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দলের অভিজ্ঞ ভরসার জায়গাগুলো এখন ফাঁকা—বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো অভিজ্ঞরা। এমন সময়ে নতুন নেতৃত্ব ও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। সামনে চ্যালেঞ্জ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই পরিবর্তনের ধাক্কা সামলাতে অধিনায়কত্বের দায়িত্বে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার (১ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের নতুন অধিনায়ক মিরাজ জানান, ব্যাটিং অর্ডারে বড় দুটি জায়গা—৪ ও ৬ নম্বর—এখন ফাঁকা, যেখানে এতদিন খেলতেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তিনি বলেন, “এই জায়গাগুলো দলে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।”
নিজেকে ব্যাটিং অর্ডারে এক ধাপ উপরে নিয়ে আসার ইঙ্গিত দিয়ে মিরাজ জানান, “অধিনায়ক হিসেবে আমি মনে করি, এই দু’জায়গার একটিতে আমি ব্যাট করতে পারি। আর অন্য জায়গায় লিটনকে খেলানো যেতে পারে।”
এই বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে—মিরাজ ও লিটন দাস দুজনকেই মিডলঅর্ডারে দেখা যেতে পারে, যথাক্রমে ৪ ও ৬ নম্বর পজিশনে। আর এর মানে, লিটনের দীর্ঘদিনের উদ্বোধনী জায়গাটিও নতুন কারো কাছে চলে যেতে পারে।
এখন প্রশ্ন—তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করবেন কে? সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বী ওপেনার পারভেজ ইমন ও আবারও দলে ফেরা নাইম শেখ। দুজনের মধ্যে যে কেউ একজন থাকবেন প্রথম ম্যাচের একাদশে, তবে সেটা নিশ্চিত হবে ম্যাচ শুরুর আগেই।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে, বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা—পঞ্চপাণ্ডবহীন এই নতুন অধ্যায়ে টাইগারদের পথচলা কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় দেশবাসী।