রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল ও রাস্তার পাশে বৃক্ষ রোপন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে কালুখালী উপজেলা কৃষি উপ-সহকারী রমজান আলী ছাত্রদলের নেতাকর্মীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার ৭টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন আরও, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।