রাজবাড়ীর অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পজোন রাজবাড়ী।
রবিবার বিকেলে কাজীকান্দা আনসার ক্যাম্প মোড়ে ২১টি হতদরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি মুরগি, চিনি আতপ চাল, তেল, মসলা, আলু, সেমাই, চিনি ও দুধ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তৌহিদুর রহমান নিজ হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিনার।
হেল্পজোন রাজবাড়ী বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থাকতে চান।