রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে শোবার ঘর থেকে সালমা খাতুন (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালমা খাতুন একই গ্রামের আজাদের স্ত্রী। আজাদ গত এক বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সালমার শাশুড়ি দেখেন তার ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে বিছানার ওপর সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ চিকিৎসকরা প্রতিবেদন দিলে জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”