1. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  2. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ মোট পাঠক

রাজবাড়ী জেলার আলাদিপুর মধ্যপাড়ায় “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বন্ধুমহল আলাদিপুর, রাজবাড়ী।

ক্যাম্পেইনে বিনামূল্যে ৩০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য, যাতে মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে উদ্বুদ্ধ হয় এবং জরুরি প্রয়োজনে সহজে রক্ত সংগ্রহ করা যায়।

স্থানীয় যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।