রাজবাড়ী প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
বক্তারা বলেন, “প্রায় ২০০ বছর আগেই রবীন্দ্রনাথ ছিলেন অগ্রগামী চিন্তাধারার ধারক। তাঁর রচনায় নারীর আত্মপ্রকাশ, সমাজচিত্র ও মানবিক দৃষ্টিভঙ্গির গভীরতা অনন্য উচ্চতায় পৌঁছেছে। ‘চোখের বালি’-তে বিনোদিনীর চরিত্র তারই উৎকৃষ্ট উদাহরণ।”
বক্তারা আরও বলেন, “রবীন্দ্রনাথ এমন একজন প্রতিভাধর সাহিত্যিক, যাঁর রচনায় কাব্য, গল্প, উপন্যাস, নাটক থেকে শুরু করে দর্শন, সংগীত, চিত্রকলা—সবই বিদ্যমান। ভারতবর্ষের বহু নেতা ও মনীষী তাঁর জ্ঞানগর্ভ চিন্তার কাছে শ্রদ্ধায় নত হয়েছেন।”
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি উপস্থাপন করা হয়