নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতের রায়ে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার পর যে রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, তা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হলো শক্তিশালী, নিরপেক্ষ এবং পুনর্গঠিত নির্বাচন কমিশন।”
নির্বাচন কমিশনের কার্যকলাপের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে নিতে হলে ইসি-কে পুনর্গঠন করা ছাড়া কোনো পথ নেই। নির্বাচন কমিশন বারবার প্রমাণ করেছে যে তারা সরকারপন্থী ও অনিরপেক্ষ ভূমিকা পালন করছে।”
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর দলীয় স্বার্থে পরিচালিত আন্দোলনের কারণে সাধারণ মানুষ নগর ভবন থেকে ন্যূনতম সেবা পাচ্ছে না। এ অবস্থার জন্য নির্বাচন কমিশনের দায়বদ্ধতাহীনতা সরাসরি দায়ী।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়লাভ করেন। তবে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেন আদালতে মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ আদালত নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশে নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এনসিপি।