পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দলকে বড় ধাক্কা দিলো মোস্তাফিজুর রহমানের চোট। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এই বাঁহাতি পেসার বাম হাতের বুড়ো আঙুলে ‘ক্লিপ ফ্র্যাকচার’-এর কারণে ছিটকে গেছেন আসন্ন সিরিজ থেকে। তার জায়গায় জাতীয় দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, “গতকাল (শনিবার) আইপিএলে নিজের শেষ ম্যাচে বল করার সময় ফিরতি শট থামাতে গিয়ে মোস্তাফিজ বাম হাতের বুড়ো আঙুলে চোট পান। স্ক্যানে ক্লিপ ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।”
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে শেষ তিন ম্যাচে ৭.৯০ ইকোনমি রেটে ৪ উইকেট নেওয়া মোস্তাফিজ ছিলেন ভালো ফর্মে। গতরাতেই পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই ম্যাচেই আইপিএলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই পেসার, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (৬৩ উইকেট)।
এর আগে আরব আমিরাত সফরে প্রথম টি-টোয়েন্টিতে মোস্তাফিজের কার্যকর বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে তার অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভব করেছেন লিটন দাসরা। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে তার না থাকা বাংলাদেশের পেস আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে।
তবে মোস্তাফিজের জায়গায় সুযোগ পাওয়া খালেদ আহমেদ সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন। জাতীয় দলে আগেও খেলার অভিজ্ঞতা আছে তার, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তান সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি।
পাকিস্তান সফরের দল নিয়ে বিসিবি নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে। মোস্তাফিজের সুস্থতা নিয়ে দুই সপ্তাহ পর আবারো মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।
শেষ কথা:
পাকিস্তান সফরের আগে মোস্তাফিজের ছিটকে যাওয়া বড় ধাক্কা হলেও তার বদলে সুযোগ পাওয়া খালেদের জন্য এটি হতে পারে বড় মঞ্চে নিজেকে ফের তুলে ধরার সুযোগ। এখন দেখার পালা, অভিজ্ঞতার অভাব পুষিয়ে দিতে পারেন কি না এই তরুণ পেসার।