পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছেন এক খুনের আসামি। পুলিশের একজন সদস্যকে কামড়ে দিয়ে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়া আসামির নাম শরীফুল ইসলাম, যিনি ২০১৮ সাল থেকে খুনের মামলায় কারাবন্দি ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাইন উদ্দিন চৌধুরী বলেন, শরীফুল ইসলাম রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি। মামলার শুনানির জন্য তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের কনস্টেবল শহীদুল ইসলামের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
এডিসি মাইন উদ্দিন আরও বলেন, “ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদস্য শহীদুল ইসলামের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি গাফিলতি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শরীফুল ইসলাম দিনাজপুর জেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শফিক আহমেদ। তিনি গত ছয় বছর ধরে কারাবন্দি ছিলেন এবং খুনের মামলায় বিচারাধীন ছিলেন।
ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে একজন আসামির এমনভাবে পালিয়ে যাওয়া প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।