গাইবান্ধার সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাদের হাতে আদা চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদা চন্দ্র দাস ওই গ্রামের কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আদা চন্দ্র দাসের সঙ্গে তার বড় ভাই নৃপেন চন্দ্র দাসের বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে টয়লেট নির্মাণ শুরু করেন নৃপেন। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এরই জেরে শুক্রবার দুপুরে বাড়ির সামনে ছাগল চরাতে গেলে নৃপেন চন্দ্র দাস ও তার দুই ছেলে—শঙ্খরাজ দাস ও সত্যেন্দ্রনাথ দাস—আদা চন্দ্র দাসকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আদা চন্দ্রকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী ঝলমলি দাস বলেন, “পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।