নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সোমবার (৪ মার্চ ২০২৫) এসআই (নিঃ) মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আলিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. সুমন মোল্লা (২৩), পিতা- আব্দুর রহমান মোল্লা, সাং- কামালদিয়াকান্দি (ইন্দ্রনারায়ণপুর), থানা ও জেলা- রাজবাড়ী—কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।