পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে নানান বর্ণাঢ্য আয়োজন। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় একটি উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে শহীদ খুশি রেল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়া রাজবাড়ী আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য খেলা-ধুলা এবং বৈশাখী মেলা। একই সঙ্গে রেলগেটের বটতলা ও বকুল তলা এলাকাতেও বৈশাখী আয়োজন ছিল চোখে পড়ার মতো।
নতুন বছরকে ঘিরে রাজবাড়ীর সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। সকল শ্রেণিপেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।