রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ২০ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ী ১নং আমলী আদালত।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিচারক মো. তামজিদ আহম্মেদ জামিন আবেদন খারিজ করে দেন। আসামিরা সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজবাড়ীতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজীব মোল্লা নামে এক শিক্ষার্থী ১৭০ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় এই আসামিরা।
রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদার সহ আরো ১২ জন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রাজবাড়ী আদালতের পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক জানান, “আসামিরা পূর্বে উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশ ছিল, জামিনের মেয়াদ শেষে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে। কিন্তু তারা সে নির্দেশ লঙ্ঘন করে আমলী আদালতে আত্মসমর্পণ করেন। এজন্য জামিন না মঞ্জুররে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”