ছেলে ও পুত্রবধূর নির্যাতন সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছে সুফিয়া বেগম (৬৫) এক বৃদ্ধা।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া কানুখালী রেলগেইট এলাকায়। আত্মহননের চেষ্টাকারী ওই নারী উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের করম আলী মিয়ার স্ত্রী।
জানা যায়, গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ৯ টার দিকে আহতের ছেলে রুবেল ও পুত্রবধূ নূরজাহান কিছু লোকজন সাথে নিয়ে এসে তার বাবা ও মায়ের কাছে ১লক্ষ ৫০ হাজার টাকা ও ৫০ শতাংশ জমি দাবি করে করেন। এসময় তারা বিভিন্নরকম ভয়ভীতি প্রদর্শন করেন। এতে বৃদ্ধ করম আলী মিয়ার স্ত্রী ছুফিয়া বেগম ছেলে-পুত্রবধূর অপমান সইতে না পেরে আজ (বৃহস্পতিবার) সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতের বড় মেয়ে জামেনা বেগম জানান, আমরা ছয় ভাই-বোন। এর মধ্যে আমাদের একমাত্র ভাই রুবেল। বাড়িতে বৃদ্ধ বাবা-মা একা থাকায় ভাই ও ভাইয়ের বউ জায়গা জমির জন্য বিভিন্ন সময় তাদেরকে নির্যাতন করে আসছে। এর আগেও বেশ কয়েকবার গায়ে হাত তুলেছে। এসব সহ্য করতে না পেরে আমার মা আজ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে।
এ বিষয়ে থানায় জানাতে চাইলে আমাদেরকেও মারার হুমকি দেন। তবে আমরা এবার থানায় মামলা করবো। আমরা এর সঠিক বিচার চাই।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ও চোখে গুরুতর আঘাত লেগেছে। মাথায় সেলাই দেওয়া হয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।