রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ এপ্রিল ) বেলা ১১টা ঘন্টা থেকে বানিবহ ইউনিয়ন বাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, “বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান শেফালী আক্তার জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত আছেন।” তারা তাকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান মিয়া, ওলামা দলের নেতা মোহাম্মদ দাউদ মিয়া, ছাত্রদলের নেতা মোঃ সুমন ইসলাম সহ স্থানীয় আরো অনেকে।
বক্তারা শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।