রাজবাড়ীর গোয়ালন্দে পরিবহন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরাফাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট ও জমিদার ব্রিজের মাঝামাঝি লেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আরাফাত গোয়ালন্দ পৌর শহরের ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার বাসিন্দা ও পৌর জামতলা এলাকার আরাফাত হোটেল-এর মালিক মো. ছোবাহান প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি সততা পরিবহনের সামনে আচমকা চলে আসে আরাফাতের মোটরসাইকেলটি। নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটির নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত মোটরসাইকেল আরোহী আরাফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এবং পরিবহন ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।