ঈদ পরবর্তী সময়ে সাংগঠনিক সফরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস টিপু।
শনিবার ১২ এপ্রিল সন্ধ্যায় তিনি কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর হোসেন মঞ্জু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য একরামুল হক বিপ্লব, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মদাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান তারা সহ উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে দলীয় কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস টিপু।