রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মন্ডললের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানের আদেশ দিয়েছেন আদালত। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নজরুল মন্ডলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।দ
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ী ১নং আমলী আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, “ শিক্ষার্থী শাহীন ফকির রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ৮৭ জনকে আসামি করা হয়। মামলায় নজরুল ইসলাম মন্ডল ছিলেন ৪ নম্বর আসামি। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ থানায় আরেকটি মামলা দায়ের করেন, যেখানে তাকে ২ নম্বর আসামি করা হয় এবং মোট ৫৮ জনকে অভিযুক্ত করা হয়।
দুটি মামলাতেই আদালত নজরুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।