গাজীপুরের টঙ্গীতে সহকর্মীর ধর্ষণের শিকার হয়ে এক নারী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নীলাখাদ গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর পাগার এলাকায় বাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং ভুক্তভোগী নারীর সঙ্গে একই কারখানায় চাকরি করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে সাইফুলের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে সাইফুল তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীকে নিজ বাসায় ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করেন তিনি।
ধর্ষণের ফলে ওই নারী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পরে সাইফুল বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’’
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।