ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপী রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা-এর উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাইলী নাহার, সবিতা চন্দ, মহিলা পরিষদ রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক খৃষ্টানী মারিও রেখা, সাধারণ শিক্ষার্থী রোজানা রেখা।
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।
বিক্ষোভকারীরা মানবাধিকারের পক্ষে এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।