বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ আরও বাড়তে চলেছে। ইতালি সরকার বাংলাদেশ থেকে দক্ষ ও পরিশ্রমী শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতালি বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রমী ও বিশ্বস্ত হিসেবে দেখছে। তারা বৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক নিতে আগ্রহী। একইসঙ্গে, তারা সাগরপথে অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করছে এবং এ ধরনের প্রচেষ্টাকে বন্ধ করতে চায়। আমরা অনুরোধ করেছি, যারা ইতোমধ্যে ইতালিতে অনিয়মিতভাবে গিয়েছে, তাদের যেন বৈধতা দেওয়া হয়।”
বর্তমানে ইতালিতে কতজন বাংলাদেশি শ্রমিক রয়েছে জানতে চাইলে তিনি বলেন, “ঠিক সংখ্যা বলা কঠিন, তবে প্রায় এক লাখ বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করছেন বলে ধারণা করা হয়।”
বৈঠকে নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির কথাও উঠে এসেছে। উপদেষ্টা বলেন, “আমরা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে ইতালির নিরাপত্তা সংস্থাগুলোর আরও ঘনিষ্ঠ সহযোগিতা চেয়েছি। ইতালি এতে সম্মত হয়েছে এবং আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”
এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজার ও নিরাপত্তা খাতে নতুন দ্বিপাক্ষিক সুযোগ তৈরি হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।