রাজবাড়ীর পাংশা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মো. শফিকুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার শফিকুল রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৮ এপ্রিল বেলা সাড়ে ১১টা দিকে রাজবাড়ীর এক কিশোরীকে (১৫) ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে শফিকুল। এরপর পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী গ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে ১ মে পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন তিনি।
ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ৩ মে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এর কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সোমবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০।গ্রেপ্তার শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।