রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে শহিদ ব্যক্তিবর্গের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, এবং রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ পরিবারের সম্মানার্থে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের আত্মত্যাগের কারণেই আজকের এই বাংলাদেশ। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারি সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।