রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামে শত্রুতার জেরে এক কৃষকের পাটক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে থানায় দায়ের করা অভিযোগে কৃষক মোঃ আনোয়ার হোসেন (পিতা: ফকির চাঁদ মল্লিক) জানান, তিনি বারুগ্রামের সুমন বিশ্বাসের কাছ থেকে বাঘুটিয়া মাঠে ৩৪ শতাংশ জমি কটবন্ধক রেখে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিলেন। এক মাস আগে ওই জমিতে পাট বপন করেন তিনি।
কিন্তু আড়কান্দি গ্রামের এরশাদ বিশ্বাস (৬০), যিনি সুমন বিশ্বাসের সঙ্গে পূর্ব শত্রুতায় জড়িত, জমির ভোগদখল ছেড়ে দেওয়ার জন্য বারবার হুমকি দিতে থাকেন। গত ৩ মে মাঠে দেখা হলে এরশাদ প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, জমি না ছাড়লে ফসলের ক্ষতি করা হবে।
অভিযোগে আনোয়ার হোসেন আরও জানান, ৬ মে সকালে মাঠে গিয়ে দেখতে পান, তার জমির ১৬ শতাংশ পাটগাছ মরে বিবর্ণ হয়ে গেছে। তিনি ধারণা করছেন, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
ঘটনার পর আনোয়ার হোসেন এরশাদ বিশ্বাসের বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাননি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”