রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ভোলা জেলার আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), ফরিদপুরের মো. জাফরের ছেলে মো. সুমন (২২) এবং বরিশালের বাবুল বেপারীর ছেলে শুভ বেপারী (২৮)। তারা সবাই বর্তমানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় গোয়ালন্দঘাট থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-রাজবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।