আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে এবং রাজবাড়ী সদর উপজেলায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেল ৫টায় গোয়ালন্দ উপজেলা সদরের কামরুল ইসলাম কলেজ চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব অধিকার পরিষদ, খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র শিবির।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাসহ গুম, খুন ও গণহত্যার দায়ে অভিযুক্ত। তাই দলটিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন আওয়ামী লীগকে নিষিদ্ধে তালবাহানা না করে দ্রুত সিদ্ধান্ত নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদমান হোসেন আবির, সেক্রেটারি তৌফিক ওমর আবিদ, যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর শেখ, খেলাফত মজলিসের প্রতিনিধি আবু হামজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফাহাদ হোসেন, আকিব সরদার প্রমুখ।
এর আগের দিন শুক্রবার (৯ মে) রাতে রাজবাড়ী শহরের ১নং রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, ছাত্র ও যুব অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুজ্জামান সাকিব, আবু রায়হান রাফি, সদস্য মিরাজুল মাজিদ তূর্য, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সরকারের ‘গণবিরোধী দমন-পীড়ন’ নীতির প্রতিবাদ জানান এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন।