দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে দুদক সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি আজ সাংবাদিকদের জানান।
দুদক চেয়ারম্যান বলেন, “যেহেতু শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাই আইনি চুক্তির মাধ্যমে তাকে ফেরত আনার পথ খোলা রয়েছে। আমরা আন্তর্জাতিক নিয়ম মেনে এবং চুক্তিভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি এগিয়ে নিচ্ছি।”
তিনি আরও জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত টিউলিপ সিদ্দিক তদন্তে সহযোগিতা না করায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। “নিয়ম অনুযায়ী সকল অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কেউ যদি তাতে সাড়া না দেন, তবে আন্তর্জাতিক আইনে তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হয়,” বলেন ড. মোমেন।
এর আগে, ২৩ এপ্রিল দুদক জানিয়েছিল, শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট একটি গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে ভারতে আশ্রয় নেন। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, সব আইনি পদ্ধতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।