সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এক হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রফেসর শফিকুল ইসলাম জানান, তিনি নিজ গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে তাঁর গাড়ির সামান্য সংঘর্ষ হয়। তখনই মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে তাঁকে টেনে নামিয়ে মারধর করেন।
আহত অবস্থায় তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে এবং পরে বিক্ষোভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের একমাত্র দাবি— হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
শাবিপ্রবির সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।”
এদিকে, জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাত সাড়ে ১১টার সর্বশেষ খবর অনুযায়ী, শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।