জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারছেন। এবার গড় পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার দেশের ৬৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় মোট ১ হাজার ৯১৮টি কলেজের ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে,
এছাড়া মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২৫৯ জন। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ২২ জন, যার ফলে পাসের হার দাঁড়ায় ৭৩ দশমিক ৮৩ শতাংশ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় গিয়ে ফলাফল দেখতে পারবেন।