কক্সবাজারের রামুতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুবদলের এক নেতা, যিনি আলোচিত সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম মুবিনুর রহমান রুবেল (২৮)। তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার বাসিন্দা এবং ওই ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তার পিতা নূরুল আলম।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
গ্রেফতারের পর রুবেলের দেওয়া তথ্যে তার বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুবেল সম্প্রতি গ্রেফতার হওয়া কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীনের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কাজ করতেন। তাদের চক্র সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
শাহীন গ্রেফতার হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন রুবেল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।