চুয়াডাঙ্গায় একটি তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও পাঁচজন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগের অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে একটি তেলবাহী ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে রাস্তায় ভেঙে পড়া গাছের ডাল এড়িয়ে চলতে গিয়ে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুইজন যাত্রী। আহতদের মধ্যে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্য দুজন হলেন হিজলগাড়ী গ্রামের মাছুরা খাতুন (৫৯) ও দামুড়হুদার জয়রামপুর গ্রামের আরিফুল ইসলাম।
আহতদের মধ্যে রয়েছেন- সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরির কর্মচারী দেলোয়ার হোসেন সাইম (২৮), দুধপাতিলা গ্রামের আল আমিন (২২), হায়দারপুর গ্রামের ফাহাদ আহম্মেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০) এবং এক বছর বয়সী শিশু ইয়াসিন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যে একজন, ইজিবাইক চালক আরিফুল, হাসপাতালে মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে।”
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।