নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী হিম উৎসব। গোয়ালন্দ স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ উৎসব শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
উৎসবের প্রথম দিনেই স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসাহের জোয়ার লক্ষ্য করা গেছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সী মানুষজন উৎসবে ভিড় জমিয়েছে। এই আয়োজনে রয়েছে মোট ২৮টি স্টল, যেখানে শীতকালীন বাহারি পিঠাপুলি, স্থানীয় বিভিন্ন খাবার, পোশাক, এবং নানাবিধ পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে। উদ্যোক্তাদের এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীরা তাদের পণ্য পরিচিত করার সুযোগ পাচ্ছেন।
উৎসবের অন্যতম আকর্ষণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং কনসার্ট দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেছে। উৎসবের আয়োজকরা জানান, তারা এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে চান। এছাড়া এটি স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
উৎসবটি ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে রাত ৮টা পর্যন্ত। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্বিতীয় দিনেও একই রকম ভিড় এবং প্রাণবন্ত পরিবেশ বজায় থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, শীতকালীন এমন উৎসব তাদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এটি স্থানীয় তরুণদের মেধা ও উদ্ভাবনশীলতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
উৎসবের আয়োজক কমিটির সভাপতি জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গোয়ালন্দের হিম উৎসব নতুন উদ্যোগ, সৃজনশীলতা, এবং আনন্দমুখর পরিবেশের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। দুই দিনের এই আয়োজন গোয়ালন্দের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সবার ভালোবাসাকে আরও গভীর করেছে।