নিউজ ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের হ্যাটট্রিকের উপর ভর করেই রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ফরাসি ফরোয়ার্ডের প্রথম।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে। ১৮তম মিনিটে এমবাপ্পে প্রথম গোলটি করেন লুকা মড্রিচের পাস থেকে। গোলটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের উদাহরণ। এরপর ৩৪তম মিনিটে আবারও আলো ছড়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করে দলকে আরও এগিয়ে দেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভায়াদোলিদ গোল শোধের চেষ্টা করলেও রিয়ালের রক্ষণভাগ ছিল অনবদ্য। অন্যদিকে, ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলটি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের বড় জয়।
সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। লিগে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল, কোপা দেল রেতে সেলতা ভিগোর বিপক্ষে একটি গোল এবং চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষে গোল করার পর এবার হ্যাটট্রিক করলেন। তবে এই পারফরম্যান্সেই থেমে থাকতে চান না ফরাসি তারকা। ম্যাচ শেষে তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করতে পেরে দারুণ লাগছে। আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের এমন ফর্ম দলের জন্য আরও বড় আশা জাগাচ্ছে।