নিজস্ব প্রতিবেদক : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাজবাড়ীতে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে একটি সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এই রোড শোটি অনুষ্ঠিত হয়।
রোড শোটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে দুই শতাধিক সাইক্লিস্ট অংশ নেন, যারা মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেন।
রোড শো উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, “তরুণ সমাজই পারে দেশকে বদলে দিতে। তাদের উদ্যম এবং শক্তি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে এই ব্যতিক্রমী উদ্যোগটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।