নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত যৌনপল্লির পাশে অবস্থিত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির ক্যাম্পে এ আয়োজন করা হয়।
মুক্তি মহিলা সমিতির আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দ, তেরে দেস হোমস (টিডিএইচ) ও বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুরের সহযোগিতায় এবং কমিউনিটির ময়না গ্রুপের উদ্যোগে শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় দৌলতদিয়া যৌনপল্লির ১০০ জন সুবিধাবঞ্চিত নারী ও ১০০ জন শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন গোয়ালন্দ উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. জ্যোতিষ চন্দ্র মণ্ডল, সহকারী ডেন্টাল সার্জন নুর আলম সজল, নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুরের সিও মো. আমিনুল ইসলাম বাবু, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, তেরে দেস হোমসের ফিল্ড মোবিলাইজার মো. আব্দুর রশিদ ও ছালমা সুলতানা প্রমুখ।