রাজবাড়ী প্রতিনিধি:
‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা সরকারি গ্রন্থাগারে এসে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে সেখানে রাজবাড়ী জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান শামসুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান।
পরে মহান বিজয় দিবস ও গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।