নিউজ ডেস্ক: ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৫: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গতকাল রাতে অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং পরবর্তীতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ের চেষ্টা করছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, “দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মেহের আফরোজ শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মধ্যরাতে একই এলাকা থেকে আটক করা হয় সোহানা সাবাকে। গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, শাওনকে নজরদারিতে নেওয়ার পরই সোহানা সাবার ওপরও বিশেষ নজরদারি শুরু হয়। তাদের দুজনের বিরুদ্ধেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তদন্ত চলছে।
দুই অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ মহল তাদের আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশজুড়ে এই ঘটনাটি নিয়ে তীব্র আলোচনা চলছে।