নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত স্কোয়াডকে “অপ্রত্যাশিত” বলে মন্তব্য করেছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, এটি “রাজনৈতিক বাছাইয়ের ফল”। এ ধরনের সমালোচনার প্রেক্ষিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, স্কোয়াড পুনর্বিবেচনা করা হচ্ছে।
তবে পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, “সেরা দলই গঠন করা হয়েছে” এবং স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি। বোর্ডপ্রধান ও অধিনায়কের পরস্পরবিরোধী মন্তব্য এসেছে এমন সময়ে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা শেষ হতে এক সপ্তাহেরও কম বাকি।
সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। এ দুজনই ২০২৩ সালের পর পাকিস্তানের হয়ে কোনো ম্যাচ খেলেননি, যেখানে খুশদিল শাহ ২০২২ সালের পর ওয়ানডে দলে ডাক পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগে তারা দুজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছিলেন।
পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার মনে করেন, খুশদিল ও ফাহিমের ওয়ানডে দলে ফেরার যৌক্তিকতা নেই। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরে এক অনুষ্ঠানে বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি না, তা নির্বাচক কমিটি পর্যালোচনা করছে। তাদের সেই অধিকার রয়েছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো বিবেচনা থেকেই দলে নেওয়া হয়েছে।”