1. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  2. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ মোট পাঠক
রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দ্বিতীয় তলার হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ নূর এ আউয়াল আহমেদ এর সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রাণী মজুমদার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, টিটিসি’র ইন্সট্রাক্টর মোঃ মামুন আক্তার, ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুল আলম, ইন্সট্রাক্টর মোঃ নূর ইসলাম ছাড়াও, বিভিন্ন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ নূর এ আউয়াল আহমেদ।

প্রধান অতিথি মিস সুলতানা আক্তার বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সঠিক তথ্য জানা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনার শেষে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।