নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় মো. হাসিবুল ইসলাম (বুলবুল) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম বুলবুল বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা।
আহত মো. জাহাঙ্গীর হোসেন একই উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে। দুজনই জামালপুর ডিগ্রি কলেজের শিক্ষক।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে জামালপুর কলেজের আইসিটি শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা জামালপুর-বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটবোঝাই ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল ইসলাম মারা যান। গুরুতর আহত শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ইটবোঝাই ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়।
জামালপুর বাজারের ব্যবসায়ী গোবিন্দ দাস বলেন,
“দুই শিক্ষক কলেজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জামালপুর বাজার পার হয়ে আখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটবোঝাই ট্রলি তাদের ধাক্কা দেয়। দুজনই রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল মারা যান। আহত শিক্ষককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরপরই উত্তেজিত জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়।”
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা ট্রলিটি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”