নিউজ ডেস্ক: জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
অপূর্ব লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”
তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন।
চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করলেও, তিনি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।
তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ সহ আরও বেশ কিছু দর্শকনন্দিত নাটক।
তার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।