নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় আরজিনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাবুপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত মোতালেব প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও (মঙ্গলবার) সকালে হাঁটতে বের হয়েছিলেন আরজিনা খাতুন। এসময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“নিহত নারী প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। ধারণা করা হচ্ছে, আলুবাহী একটি ট্রাক সকালের কোনো একসময় তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এটি হাইওয়ে থানার অধীনে, তাই বিষয়টি তাদের জানানো হয়েছে।”