নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদারকে সংবর্ধনা দিয়েছে পাংশা বাজার সেলুন সমিতি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পাংশা বাজারের কাজী মার্কেটের ২য় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদার, যিনি প্রয়াত বিএনপি নেতা মরহুম আব্দুল আজিজ সরদারের ছেলে। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলুন সমিতির সভাপতি শ্রী অসিত কুমার শীল।
সংবর্ধিত অতিথি দেলোয়ার হোসেন সরদার তার বক্তব্যে বলেন, “আমার অজান্তেই আপনারা আমার জন্য নির্বাচন করেছেন, আমার জন্য ভোট চেয়েছেন—আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এই বিজয় আপনাদের, আমার নয়। প্রয়াত আজিজ সরদারের ছেলে হিসেবে আমি আপনাদের সার্বক্ষণিক পাশে থাকব। যে কোনো সমস্যায় আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো সহযোগিতা করব। আমার জন্য দোয়া করবেন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সেলুন সমিতির সেক্রেটারি তপন শীল
সমিতির সদস্য ময়েন খান ও কৃষ্ণ শীল, সেলুন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সেলুন সমিতির সদস্যরা নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।