নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক, রাজবাড়ীর নির্দেশনায় মোহনপুর বাজার ও বাংলাদেশহাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ইফতার ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ হাট বাজারে মুসলিম হোটেলকে দুই হাজার, একই বাজারে পলাশ স্টোরকে এক হাজার ও মনির ভ্যারাইটিজ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপজেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স, পুলিশ লাইন্স রাজবাড়ী ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”