1. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  2. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

কালুখালীতে বাজার তদারকিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩ মোট পাঠক
কালুখালীতে বাজার তদারকিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক, রাজবাড়ীর নির্দেশনায় মোহনপুর বাজার ও বাংলাদেশহাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ইফতার ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বাংলা‌দেশ হাট বাজা‌রে মুসলিম হোটেলকে দুই হাজার, একই বাজা‌রে  পলাশ স্টোরকে এক হাজার ও মনির ভ্যারাইটিজ স্টোরকে তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ অভিযানে উপজেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স, পুলিশ লাইন্স রাজবাড়ী ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।