নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ ৩২টি মামলার পলাতক আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কালু হাওলাদার মাদারীপুর জেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।
সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব (পিপিএম) এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বালিয়াকান্দি থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আসামি কালু হাওলাদারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট ৩২টি মামলা রয়েছে।
এরপর রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজবাড়ী থানা পুলিশের যৌথ দল শরীয়তপুরের পালং থানা, মাদারীপুরের কালকিনি ও সদর থানা এলাকায় টানা দুই দিন অভিযান চালায়।
অবশেষে ৯ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৫টায় মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শিমুল শেখ, মো. শামীম হাসান, ওয়াহিদুজ্জামান, শামিম হাজরা, আনিসুজ্জামান ও রাজবাড়ী থানার এসআই শামসুজ্জোহা ও সৌরভ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অ্যাপস্) মো. শরীফ আল রাজীব (পিপিএম) বলেন, গ্রেপ্তার হওয়া কালু হাওলাদার একজন কুখ্যাত অপরাধী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।