নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বালিয়াকান্দির বহরপুর বাজারে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ ২০২৫) রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজারে খেজুর, তরমুজসহ অন্যান্য ফল এবং দ্রব্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়।
ইফতার সামগ্রী প্রস্তুতকারী দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।
মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণ ও বিক্রয়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত, খাদ্যে টেক্সটাইল কালার (রাসায়নিক রঙ) ব্যবহার এমন অনিয়মের দায়ে একাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং স্বল্পমাত্রায় জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক
রাজবাড়ী জেলা প্রশাসন ভোক্তা-স্বার্থ রক্ষায় বাজার তদারকির এ কার্যক্রম অব্যাহত রাখবে।